December 5, 2009

গুগলের বিরুদ্ধে এক হচ্ছে মাইক্রোসফট-ইয়াহু Microsoft, Yahoo take next step in search alliance

মাইক্রোসফট ইয়াহুকে কিনতে চেয়েছিল এটা পুরনো খবর। যে মুল্য দিতে চেয়েছিল সেটা ইয়াহুর প্রকৃত মুল্যের চেয়ে অনেক বেশি। তারপরও, ইয়াহুর শেয়ারহোল্ডাররা সরাসরি বলেছেন, না। অথচ ইন্টারনেট সার্চ ব্যবসায় গুগলের সাথে প্রতিদ্বন্দিতা করতে হলে দুজনকে এক হতে হয়। সেকাজটিই করতে যাচ্ছে তারা। প্রাথমিকভাবে ১০ বছর একসাথে কাজ করার চুক্তি করেছে তারা।

এখনও এই চুক্তি অনুযায়ী কাজ করতে হলে সরকারের অনুমোদন প্রয়োজন হবে। দুই কোম্পানী আশাবাদ ব্যক্ত করেছে আগামী বছরের মধ্যে তারা কাজের কঠিন পর্যায় পার হতে পারবে।

বাস্তবতা হচ্ছে, দুজনে একসাথে হলেও তাদের সার্চের পরিমান গুগলের অর্ধেকের কম।

গতবছর মাইক্রোসফট ইয়াহুকে কেনার জন্য ৪ হাজার ৭৫০ কোটি ডলারের প্রস্তার দিয়েছিল। সে হিসেবে ইয়াহুর শেয়ারের দাম হয় ৩৩ ডলার। বাস্তবে ইয়াহুর শেয়ারের বর্তমান মুল্য ১৫ ডলার।

No comments:

Post a Comment