মনে হতে পারে দুজন দুই জগতের বাসিন্দা। একটি এন্টিভাইরাস সফটওয়্যার অপরটি ইন্টারনেট ব্রাউজার। তারপরও দুজন এক হতে যাচ্ছে। এর ফলে আপনি যদি এভাষ্ট ইনষ্টল করেন তখন একইসাথে ক্রোম ইনষ্টল করার অপশন পাওয়া যাবে। এভাষ্টের ২১ বছরের ইতিহাসে এটাই প্রথম কারো সাথে একত্রে কাজ করা।
যদি ক্রোম ইনষ্টল করা থাকে তাহলে ব্যবহারকারী বিষয়টি টের পাবেন না। যদি না থাকে তাহলে ক্রোম ইনষ্টল করা বা না করার জন্য হ্যা অথবা না সিলেক্ট করতে হবে।
গুগল তাদের ক্রোম অপারেটিং সিষ্টেমের প্রদর্শনকালে জানিয়েছে ক্রোম ব্রাউজারের ব্যবহারকারী ৪ কোটি। অন্যদিকে চেক রিপাবলিকের এন্টিভাইরাস এভাষ্ট এর ব্যবহারকারী ১০ কোটির বেশি। এই সফটওয়্যারটির হোম এডিসন বিনামুল্যে ব্যবহার করা যায়।
No comments:
Post a Comment