কোনধরনের প্রচার ছাড়াই অনলাইন ডিকশনারি চালু করেছে গুগল। গুগলের অন্যান্য সফটওয়্যারের মতই এটাও দেখতে সাদামাটা। এমনকি এখানে কোন বিজ্ঞাপন নেই। ব্যবহার একেবারে সহজ। এক ভাষা থেকে আরেক ভাষার শব্দের জন্য ডিকশনারি টাইপ সিলেক্ট করুন, শব্দ টাইপ করুন। তবে একে গুগল ট্রান্সলেট বলে ভুল করবেন না। এটা বাক্য অনুবাদ করবে না, কেবলমাত্র শব্দের অনুবাদের জন্য ব্যবহার করা যাবে।
এর প্রথম অংশে ভাষা সিলেক্ট করে আপনার প্রয়োজনীয় শব্দ ব্যবহার করবেন। বাংলাসহ পৃথিবীর সবগুলি প্রধান ভাষা ব্যবহার করা যাবে। শব্দটির সাথে সম্পর্কিত ব্যাকরনগত তথ্যগুলিও পাওয়া যাবে। এরপর সেই শব্দের ব্যবহার জানা যাবে। ইচ্ছে করলে ছোট স্পিকার আইকনে ক্লিক করে উচ্চারনও শুনতে পারেন।
ভাষা শেখার জন্য এটা অত্যন্ত গুরুত্বপুর্ন ভুমিকা পালন করতে পারে। গুগল ডিকশনারি পাওয়া যাবে এখান থেকে ; http://www.google.com/dictionary
No comments:
Post a Comment