December 5, 2009

জেভিসি-র ৩টি নতুন ক্যামেরা JVC Everio GZ-MG980, GZ-MS230, and GZ-MS210


জেভিসি ৩টি নতুন ক্যামেরা বিক্রি শুরু করেছে ষ্ট্যান্ডার্ড ডেফিনিশন এই ক্যামেরাগুলি আগের থেকে আকারে ছোট এবং হাল্কা ওজনের তৈরী করা হয়েছে একটিভ মোড ষ্ট্যাবিলাইজেশন যোগ করা হয়েছে আপাতত শুধুমাত্র জাপানে বিক্রি হচ্ছে কিন্তু অল্পদিনের মধ্যেই অন্যান্য দেশে বিক্রি শুরু হবে

GZ-MG980 এর দাম ৬৯০ ডলার ৩৯এক্স অপটিক্যাল জুম (৫৩ এক্স এডভান্সড জুম) এই ক্যামেরায় ডিজিটাল এবং একটিভ মোড দুই ধরনের ষ্ট্যাবিলাইজেশন ব্যবহার করা হয়েছে এছাড়া ১.০৭ মেগাপিক্সেল সিসিডি সেন্সর, ২.৭ ইঞ্চি ডিসপ্লে, মাইক্রো এসডি/এসডিএইচসি কার্ড স্লট, এইচডি কনভার্শন ইত্যাদি এবং ষ্টোরেজ এর জন্য নিজস্ব ৮০ গিগাবাইট হার্ডডিস্ক রয়েছে

অন্য মডেলদুটি একই ক্যামেরার ফ্লাশ মেমোরী ভার্শন এগুলিতে মাইক্রো এসডি/এসডিএইচসি এর পরিবর্তে সাধারন এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করতে হবে সবগুলি ক্যামেরায় এমপেগ-২, ৭২০-৪৮০ রেজ্যুলুশন ভিডিও রেকর্ড করা যাবে

ক্যামেরাদুটির দাম যথাক্রমে ৪৬০ ডলার এবং ৫১৫ ডলার

No comments:

Post a Comment