December 6, 2009

ডিজিটাল এসএলআর-এ টাচস্ক্রিন আনছে ক্যানন Canon patents touchscreen DSLR

ক্যানন ডিজিটাল এলএলআরে টাচস্ক্রিন ব্যবহারের প্রযুক্তির পেটেন্ট নিয়েছে। এরফলে তারা তাদের এসএলআর ক্যামেরার ডিসপ্লেতে সরাসরি আঙুল ব্যবহার করে সাটার স্পিড, এপারচার ইত্যাদি পরিবর্তনের ব্যবস্থা আনবে বলে ধারনা করা যায়। পেটেন্টে এগুলি ছাড়াও মিটারিং, এক্সপোজার কমপেনশেসন ইত্যাদি বহুকিছু উল্লেখ করা হয়েছে। আঙুল কিভাবে ব্যবহার করা হবে সেটাই শুধু উল্লেখ করা হয়নি।

ইতিমধ্যে টাচস্ক্রিন ব্যবহার করা ক্যামেরা বাজারে পাওয়া যায়। সনি-র টি সিরিজের ক্যামেরাগুলিতে স্পর্শ করে সেই যায়গা ফোকাস করা যায়। তবে এগুলি একেবারে ছোট আকারের ক্যামেরা। ১ডি এর মত বিশাল আকারের প্রফেশনাল ক্যামেরায় সেটা কতটা ব্যবহারযোগ্য হবে সেটাই দেখার।

No comments:

Post a Comment