December 30, 2009

ভারতকে পর্নগ্রাফিমুক্ত থাকতে সাহায্য করছে মাইক্রোসফট-ইয়াহু Microsoft, Yahoo help keep India away from porn

ভারতের নতুন এক আইনে পর্নগ্রাফি ব্যবহারের জন্য কঠোর শাস্তির বিধান আনা হয়েছে। নতুন আইনে ৩ বছরের জেল সহ ৫ লক্ষ রুপি পর্যন্ত জরিমানা হতে পারে এধরনের সাইট ব্যবহারের কারনে। স্বাভাবিকভাবেই কোন সাইট বন্ধ করে দেয়ার সম্ভাবনাও তৈরী হয়েছে। মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং এবং ইয়াহু এধরনের অবস্থা এড়ানোর জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে। বৃটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান তাদের এক তদন্ত রিপোর্টে একথা জানিয়েছে।

মাইক্রোসফট, ইয়াহু, ফ্লিকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে তাদের মাধ্যমে পাওয়া কোন সাইট ব্লক করার কোন কারন নেই। সেগুলি নিরাপদে ব্যবহার করা যায়। কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন সময় অনেক সাইট ব্লক করে দেয়ার ঘটনা ঘটেছে। তারা আগে থাকতেই পদক্ষেপ নিচ্ছে কোন সাইট যেন বন্ধ না হয়।

No comments:

Post a Comment