December 30, 2009

আফটার ইফেক্টস এবং ফাইনাল কাটের প্লাগইন বিউটি বক্স Beauty Box 1.0 For After Effects and Final Cut Pro

প্লাগইন নির্মাতা ডিজিটাল এনার্কি বিউটি বক্স নামে নতুন একটি প্লাগইন সফটওয়্যারের ঘোষনা দিয়েছে যা ভিডিও ইফেক্টস সফটওয়্যার এডবি আফটার ইফেক্টস এবং ম্যাকের ভিডিও এডিটিং সফটওয়্যার ফাইনাল কাট প্রো এর সাথে কাজ করবে। বিউটি বক্স ১.০ ব্যবহার করে খুব সহজে স্কীণ টোন ঠিক করা যাবে। সাধারনত সিনেমা, রিয়েলিটি টিভি শো, টক শো ইত্যাদির জন্য এটা প্রয়োজন হয়।

বিউটি বক্স নিজেই স্কিন টোন যাচাই করতে পারে। এরপর একটি মাস্ক তৈরী করে যা ব্যবহার করে শুধুমাত্র স্কীন কালার পরিবর্তন করা যায়। ফটোগ্রাফিতে একাজ বহুদিন থেকে করা হলেও ভিডিওর ক্ষেত্রে এই প্রযুক্তি একেবারে নতুন। এজন্য ফেস ডিটেকশন প্রযুক্তি প্রয়োজন হয়েছে।
বিউটি বক্স এর দাম ১৯৯ ডলার। আফটার ইফেক্টস, ফাইনাল কাট প্রো, এডবি প্রিমিয়ার ইত্যাদি সফটওয়্যারে এক্সপি, ভিসতা, উইন্ডোজ ৭ এবং ম্যাক অপারেটিং সিষ্টেমে ব্যবহার করা যাবে।
ডিজিটাল এনার্কি ওয়েব সাইট থেকে বিনামুল্যে ডেমো ডাউনলোড করা যেতে পারে।

No comments:

Post a Comment