December 30, 2009

গুগল অপারেটিং সিষ্টেমে নেটবুক Google Chrome OS based nebook

গুগলের নিজস্ব ফোন নেক্সাস ওয়ান নিশ্চিত হওয়ার পরই নতুনভাবে এসেছে কম্পিউটারের বিষয়টি, গুগলে অপারেটিং সিষ্টেম ব্যবহার করা কম্পিউটার কখন পাওয়া যাবে। তাতে কি থাকবে। এটা যখন নিশ্চিত যে গুগল নিজেই পণ্য বিক্রির দিকে যাচ্ছে। কাজেই জল্পনা বাড়ছেই।
জল্পনার বিষয়গুলি একত্রে করলে এর বর্ননা হতে পারে এমন। কারিগরী দিক বিবেচনায় এরজন্য সবচেয়ে সুবিধেজনক হচ্ছে আরম প্রসেসর। সাধারন আরম প্রসেসর দিয়ে বর্তমানের চাহিদা পুরন হবে না। কাজেই সেটা হতে পারে এনভিডিয়া টেগরা। এরফলে হাই ডেফিনিশন ভিডিও ব্যবহার করা যাবে। এতে এইচডিএমআই সাপোর্ট থাকতে পারে।
সাধারন হার্ডড্রাইভের বদলে সলিড ষ্টেট ড্রাইভ ব্যবহারের সম্ভাবনা বেশি। ৬৪ গিগাবাইট এসএসডি থাকতে পারে। সাথে ২ গিগাবাইট মেমোরী থাকতে পারে। কানেকটিভিটির জন্য থ্রিজি, ওয়াইফাই থাকবে এটা ধরে নেয়া যায়। ইউএসবি, ব্লুটুথ, ওয়েব ক্যাম, অডিও জ্যাক, কার্ড রিডার এগুলি বাদ দেয়া যায় না।
এরপর কথা ওঠে সেটা কখন পাওয়া যাবে, দাম কত হবে ইত্যাদি।
অনেকেই অনুমান করছেন আগামী বছর শেষদিকে এটা বাজারে পাওয়া যাবে। এর দাম হবে ৩০০ ডলারের মধ্যে। গুগল যদি সরাসরি ক্রেতার কাছে বিক্রি না করে ক্যারিয়ারের মাধ্যমে বিক্রি করে তাহলে দাম আরো কম হতে পারে।

No comments:

Post a Comment