December 21, 2009

ইন্টেলের নতুন এটম প্রসেসর Intel launches redesigned Atom chip for Netbooks

নেটবুকের জন্য নতুনভাবে এটম প্রসেসর তৈরী করেছে ইন্টেল। ২০০৮ সালে এই প্রসেসর বাজারে ছাড়ার পর এটা তাদের প্রথম বড় ধরনের পরিবর্তন। আগামী কনজুমার ইলেট্রনিক্স শো (সিএসই) তে আসছে এই প্রসেসর ব্যবহার করে এইচপি, ডেল, আসুস, তোসিবা, লেনোভো এবং অন্যান্যদের নেটবুক। অথবা তারও আগে তারা এর মডেলগুলি প্রদর্শন করবে। ইন্টেল জানিয়েছে এই প্রসেসর ব্যবহার করা ৮০টি নতুন নেটবুক জানুয়ারীর ৪ তারিখের মধ্যেই পাওয়া যাবে।
পাইন ট্রেইল নামের এই প্রসেসরে গ্রাফিক ফাংশনকে সংকুচিত করে প্রসেসরের মধ্যে আনা হয়েছে। আগে একাজের জন্য পৃথক চিপ ব্যবহার করা হত। এরফলে চিপের সংখ্যা কমানো সম্ভব হয়েছে এবং যায়গা কমেছে ৬০ ভাগ। ব্যবহারকারীর জন্য এর অর্থ হচ্ছে আরো পাতলা আকারের দীর্ঘস্থায়ী ব্যাটারী ব্যবহারের সুযোগ সৃষ্টি হওয়া।
আসুস জানাচ্ছে এর ফলে ৮ ঘন্টার বেশি সময় ব্যবহারযোগ্য ব্যাটারী পাওয়া সম্ভব হয়েছে। তাদের ই-পিসি ১০০৫পিই নেটবুকে এই চিপ ব্যবহার করা হয়েছে।
মুলত উইন্ডোজ ৭ ভিত্তিক সিষ্টেমের জন্য তৈরী এই প্রসেসরে এক্সপি এবং লিনাক্স ব্যবহার করা যাবে। তবে এনভিডিয়া বলেছে এতে সত্যিকারের ল্যাপটপের সমান দক্ষতা পাওয়ার জন্য এরসাথে তাদের আয়ন চিপসেট ব্যবহার করতে হবে।
নতুন এটম প্রসেসরগুলি হচ্ছে
  • N450: 1.66GHz, 512KB cache, DDR2-667, TDP: 5.5W
  • D510: 1.66GHz, 1MB cache, DDR2-800/667, TDP: 13W (2 cores)
  • D410: 1.66GHz, 512KB cache, DDR2-800/667, TDP: 10W
এগুলির দাম এখনো জানানো হয়নি।

No comments:

Post a Comment