December 21, 2009

২০০৯ সালের মিউজিক ভিডিও গেমের ব্যবসা Sales of music video games plummet in 2009

২০০৯ সালে মিউজিক ভিত্তিক ভিডিও গেমের ব্যবসা ভাল করেনি। ১৪০০ কোটি ডলার লাভের মুখ দেখেছে এই খাত। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে রক ব্যান্ড ২ এবং গিটার হিরো ওয়ার্ল্ড ট্যুর। মোট লাভের অর্ধেক গেছে এদের ভাগে। অন্যদের মধ্যে রয়েছে বিটলস : রক ব্যান্ড, গিটার হিরো ৫, ডিজে হিরো এবং ব্যান্ড হিরো। আরেকটি সম্ভাব্য হিট গেম গিটার হিরো : ভ্যান হেলেন বাজারে আসতে যাচ্ছে ২২ ডিসেম্বর।
বাজার বিশ্লেষন করে বলা হচ্ছে বিক্রি আশাতীত হয়নি। বিটলস গেম বিক্রি হয়েছে ৮ লক্ষ, যেখানে ১০ লক্ষ আশা করা হয়েছিল। গিটার হিরো বিক্রি হয়েছে ৫ লক্ষ, যেখানে এর আগের গিটার হিরো ৩ গত দুবছরে বিক্রি হয়েছে ১৪ লক্ষ।
ডিজে হিরো অক্টোবরে রিলিজ হওয়ার কয়েকদিনের মধ্যে বিক্রি হয়েছে সোয়া লক্ষ। তাদের লক্ষমাত্রা ছিল ১৬ লক্ষ, এখন বলা হচ্ছে এবছর তাদের বিক্রির সংখ্যা দাড়াবে ৬ লক্ষের মত।
২০০৮ সালে এই ব্যবসা ছিল রমরমা। কেউ কেউ এখনি বলতে শুরু করেছেন এই ব্যবসা পড়তির দিকে। এবছর বিক্রিতে সবচেয়ে সাফল্য দেখেছে একশনধর্মী গেম কল অব ডিউটি

No comments:

Post a Comment