December 19, 2009

ব্লু-টুথ ৪ কম শক্তি ব্যবহার করবে Bluetooth 4.0 Spec Finalized

ব্লুটুথের স্পেশাল ইন্টারেষ্ট গ্রুপ (এসআইজি) ব্লুটুথ ৪ এর বিস্তারিত প্রকাশ করেছে। এবছর এপ্রিলে অধিক দ্রততার ব্লুটুথ ৩ এর ঘোষনা দেয়া হয়। ভার্শন ৪ এর দ্রুততা তার থেকেও বেশি হবে। তবে এর মুল্য লক্ষ্য থাকবে কম বিদ্যুত শক্তি ব্যবহার। ব্লুটুথ ৩ বাজারে আসার অল্পদিনের মধ্যেই এটাও বাজারে আসবে।
ব্লুটুথ এতটাই কম শক্তি ব্যবহার করবে যে সাধারন মুদ্রার আকৃতির ব্যাটারী দিয়ে কয়েক বছর চালানো যাবে। এই প্রযুক্তি বিনোদন ছাড়াও খেলাধুলা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ইত্যাদি বিষয়ে গুরুত্বপুর্ন অবদান রাখবে।
ব্লুটুথ দুভাবে ছাড়া হবে। একক মোড এবং ডুয়াল মোড। ডুয়াল মোড বর্তমানের কন্ট্রোলারের সাথে বিদ্যুত সাশ্রয়ি হিসেবে ব্যবহার করা যাবে এবং একক মোডে একেবারেই কম শক্তির যোগাযোগের জন্য ব্যবহার করা হবে। ২০১০ এর প্রথমদিকেই এধরনের যন্ত্র বাজারে আসবে বলে জানিয়েছে এসআইজি।
এই ঘোষনার ফলে ব্লুটুথ নির্ভর যন্ত্রপাতি তৈরীর কাজ জোরদার হতে সন্দেহ নেই।

No comments:

Post a Comment