December 19, 2009

সনির থ্রিডি এসএলআর ক্যামেরা Sony Alpha 3D SLR camera

সনি থ্রিডি টিভি তৈরী করছে একথা জানা গেছে বহু আগে। ব্লু-রে প্লেয়ার, প্লে-ষ্টেশন এগুলিও থ্রিডির আওতায় আসবে এটা ধারনা করাই যায়। তাদের থ্রিডি পরিকল্পনার মধ্যে যোগ হয়েছে এসএলআর আলফা ক্যামেরা। এরফলে টিভিতে সরাসরি থ্রিডি দেখা, ব্লুরে কিনে দেখা ছাড়াও ব্যবহারকারী নিজেই থ্রিডি তৈরীর সুযোগ পাবেন।

সনির লক্ষ্য এসএলআর ক্যামেরার প্রাথমিক ব্যবহারকারী। কারন সহজেই অনুমান করা যায়, প্রফেশনালদের বড় অংশ নাইকন এবং ক্যানন ব্যবহার করে। এন্ট্রি লেভেল এবং মিড লেভেলে আলফা ক্যামেরাগুলি ভাল বলেই ধরে নেয়া হয়। তবে তারা যেভাবে পরিকল্পনা করেছে তাতে সাধারন সাইবারশট ক্যামেরাও থ্রিডির আওতায় আসবে। ছবিগুলি তারা নেটওয়ার্কে প্রসেস করে থ্রিডিতে পরিনত করবে। সেক্ষেত্রে আগামী ক্যামেরাগুলিতে সরাসরি নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুবিধে থাকবে (এখনই কোন কোনটিতে আছে)। আর এসএলআরের ক্ষেত্রে সরাসরি থ্রিডি প্রযুক্তি নিয়েই ক্যামেরা বাজারে আসছে।

No comments:

Post a Comment