December 20, 2009

চিপ ব্যবসায় লাভ কমেছে Chip revenue falls 11.4 percent in 2009

সেমিকন্ডাক্টর ব্যবসায়ীদের খারাপ সময় যাচ্ছে। পরপর দ্বিতীয় বছরের মত তাদের লাভ কমেছে। বছরের শুরুর দিকে বিক্রি বৃদ্ধি পেলেও সারা বছরের হিসেবে ২০০৯ সালে তা কমে এসেছে ১১.৪ ভাগ। গত ২৫ বছরের মধ্যে এটা ৬ষ্ঠ বছর যেখানে বছরের হিসেবে চিপের ব্যবসা কমেছে।

১০টি বড় চিপ নির্মাতার মধ্যে মাত্র তিনজন লাভের মুখ দেখেছে। এদের মধ্যে দুজন মেমোরী চিপ তৈরী করে, স্যামসাং এবং হাইনিক্স। তৃতীয় প্রতিষ্ঠান ক্যালকম এর লাভ বেড়েছে ০.৪ ভাগ। আর ক্ষতির তালিকায় রয়েছে ইন্টেল সহ অন্যরা। ২০০৯ সালে ইন্টেলের আয় প্রায় ২০০ কোটি ডলার কমেছে। তারপরও চিপ নির্মাতাদের শীর্ষস্থান তারই। গত ১৮ বছর ধরে তারা শীর্ষে অবস্থান করছে। মোট বাজারের ১৪.২ ভাগ তাদের দখলে।
দ্বিতীয় স্থানে থাকা স্যামসাং সবচেয়ে ভাল ব্যবসা করেছে। তাদের বাসরিক প্রবৃদ্ধি ২.৭ ভাগ এবং বিক্রির পরিমানা ১৭৮০ কোটি ডলার। তৃতীয় স্থানে থাকা তোসিবার লাভ ৮ ভাগ কমেছে। তাদের বিক্রির পরিমান ৯৭০ কোটি ডলার।

No comments:

Post a Comment