December 26, 2009

এসার ফেরারী নোটবুক Acer Ferrari One FO200-1799 Notebook


বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কম্পিউটার নির্মাতা একটি বিশেষ ভার্শনের নোটবুক বাজারে ছেড়েছে। এসার ফেরারী ওয়ান নামের এই নোটবুকে এনহ্যান্সড ষ্টেরিও স্পিকার এবং ডলবি হোম থিয়েটার অডিও ব্যবহার করা হয়েছে। এর সারাউন্ড সাউন্ড এবং বাস সত্যিকারের সিনেমার আমেজ আনতে সক্ষম বলে দাবী করা হয়েছে। এটা উইন্ডোজ ৭ এ চলবে।

এর ডিসপ্লে ১১.৬ ইঞ্চি ওয়াইডস্ক্রিন। এএমডির ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এতে। এএমডি এথলন ৬৪ এক্সটু ডুয়াল কোর প্রসেসর রয়েছে, সাথে এটিআই রেডঅন এইচডি ৩২০০ গ্রাফিক্স। ৪ গিগাবাইট ডিডিআরটু ৬৬৭ মেগাহার্টজ সিষ্টেম মেমোরী। সেইসাথে পাতলা গড়ন। ওজন মাত্র ৩.৩১ পাউন্ড। চেহারা দেখে ফর্মূলা ওয়ানের কথা মনে পড়বে। এমনকি এখান থেকে সহজে ফেরারী ওয়েবসাইটে যাওয়ার এবং রেসিং ক্যালেন্ডার-ওয়ালপেপার ডাউনলোডের ব্যবস্থাও রাখা হয়েছে।
কানেকটিভির জন্য এতে ওয়াইফাই রয়েছে। এসার কৃষ্টাল আই ওয়েবক্যাম হাই কোয়ালিটি ভিডিও চ্যাট এবং ভিওআইপ ব্যবহারের উপযোগি। টাচপ্যাড ব্যবহার করে স্ক্রল, জুম ইত্যাদি করা যাবে।
Acer Ferrari One FO200-1799 নোটবুকের দাম ৫৯৯.৯৯ ডলার।

No comments:

Post a Comment