December 26, 2009

চীনে অনলাইন গেমে কড়াকড়ি China cracks down on online games

অনলাইন গেমে কড়াকড়ি আরোপ করেছে চীন কর্তৃপক্ষ। সহিংসতা এবং যৌনাত্মক গেম থেকে বিরত রাখতে প্রায় ৫০ লক্ষ কম্পিউটার এবং ৮০ হাজার সাইবার কাফের ওপর নজর রাখা হচ্ছে। ২৯টি গেমকে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে এবং ৮ কোটি ৭০ লক্ষ ইন্টারনেট এক্সেসে বাধা দেয়া হয়েছে। চীনের সংস্কৃতি মন্ত্রী কাই উই জানিয়েছেন। মন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী দ্রুত বর্ধমান অনলাইন গেমের ক্ষেত্রে আরো নতুন পদক্ষেপ নেয়া হবে।
চীনে খুব দ্রুত ইন্টারনেট গেমের বিস্তার ঘটছে। বর্তমানে ৩৩ কোটি ৮০ লক্ষ ব্যবহারকারী সেখানে ইন্টারনেট ব্যবহার করে যা বিশ্বের অন্য যেকোন দেশের চেয়ে বেশি। এদের মধ্যে ইন্টারনেটে গেম খেলে ২১ কোটি ৭০ লক্ষ। মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৬৪.২ শতাংশ।  

No comments:

Post a Comment