September 24, 2009

ক্রিয়েটিভ গিগাওয়ার্কস টি-৪০ সিরিজ ২ স্পিকার Creative Gigaworks T40 Series II

অনেকগুলো স্পিকার এবং তারের জঞ্জাল আপনি পছন্দ করেন না, অথচ নিখুত শব্দ চান। সেক্ষেত্রে সমাধান হতে পারে ক্রিয়েটিভ টি-৪০ সিরিজ ২ স্পিকার। মাত্র দুটি ছোট আকারের স্পিকার অথচ শব্দ শুনে মনে হবে অনেকগুলি। সে গানই শুনুন অথবা গেম খেলুন, অথবা টিভি দেখুন। সাধারন টিভির সাথে সংযোগ দিয়ে উন্নত শব্দ শোনার ব্যবস্থা করেই তৈরী এই স্পিকার।

যারা টি-৪০ ব্যবহার করেছেন তাদের অভিযোগ ছিল তার ভলিউম কন্ট্রোল (সুইচ) নিয়ে। সিরিজ ২ তে সেটা পরিবর্তন করে আরো উন্নত করা হয়েছে। ছোট আকারের দুটি স্পিকার মনিটরের দুপাশে বসিয়ে দিন, একটিমাত্র কেবল সংযোগ দিন। হাতের নাগালে সব ধরনের কন্ট্রোল এসে গেল। এরপর মেটাল, ক্লাসিক্যাল যে মিউজিকই শুনুন ঘর ভরে যাবে।

মিড রেঞ্জ স্পিকার তৈরী করা হয়েছে ওভেন গ্লাস কোন দিয়ে। ফলে এটা দীর্ঘস্থায়ি। ইনটেগ্রেটেড বাসএক্সপোর্ট টেকনোলজির ফলে অল্প ফ্রিকোয়েন্সির শব্দ পাওয়া যায় উন্নত। টুইটার দুটি খুব ধারালো না হয়েও পরিস্কার শব্দ দেয়।

এর সিগগ্যাল টু নয়েজ রেশিও ৮০ ডেসিবেল, আউটপুট পাওয়ার ৩২ ওয়াট। ফ্রিকোয়েন্সি রেঞ্জ ৫০ হার্টজ থেকে ২০ কিলোহার্টজ।

এর মাপ ৩.৫ ১২.৩ ৫.৫ ইঞ্চি। ওজন দেড় কিলোগ্রাম। দাম ১৫০ ডলারের কাছাকাছি।

No comments:

Post a Comment