August 28, 2009

Samsung S5230 Star, ৪ মাসে ৫০ লক্ষ বিক্রি

টাচস্ক্রিন ফোনের দাম এখনো সাধারনের নাগালের মধ্যে আসেনি, এরই মধ্যে স্যামসাং জানাচ্ছে গত চার মাসে তারা এস-৫২৩০ ষ্টার বিক্রি করেছে ৫০ লক্ষ। আগামী নভেম্বরের মধ্যেই এই সংখ্যা কোটিতে পৌছুবে বলে তাদের ধারনা। একেবারে অসম্ভব হবে না সেটা, কারন মে মাসে বাজারে ছাড়া সময় বিক্রি হয়েছিল ৭ লক্ষ, পরের মাসে ৯ লক্ষ, তারপরই জুলাই এবং আগষ্টে ১৬ এবং ১৮ লক্ষ। কাদন আগে এলজি তাদের কুকি ৫০ লক্ষ বিক্রির কথা জানিয়েছিল কিন্তু তাদের সময় লেগেছিল কয়েক মাস বেশি।

স্যামসাং এর ষ্টার সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ইউরোপে, ২৮ লক্ষ। শীষ দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, বৃটেন, নেদারল্যান্ড এবং ইটালী।

এই বিক্রির পেছনে কারন হিসেবে দেখা জচ্ছে অল্প দামে অধিক সুবিধে দেয়াকে। ৩ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, স্মাইল ডিটেকশন সহ ৩ মেগাপিক্সেল ক্যামেরা, মিউজিক প্লেয়ার, মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধে সবই রয়েছে এতে। তারপরও ওয়াই-ফাই এবং থ্রিজি বিহীন শুধুমাত্র জিপিআরএস/এজ কানেকটিভিটির এই ফোনের এত বিক্রি অনেককেই বিষ্মিত করেছে।

No comments:

Post a Comment