August 28, 2009

সনির দুটি নতুন এসএলআর ক্যামেরা Sony Alpha A500 & A550 DSLR

সনি তাদের আলফা সিরিজের দুটি নতুন মডেলের এসএলআর ক্যামেরার ঘোষনা দিয়েছে। এতে Exmor CMOS ইমেজ সেন্সর ব্যবহার করা হয়েছে। ১২ এবং ১৪ মেগাপিক্সেল। আইএসও ২০০ থেকে ১২,৮০০। দুটি মডেলেই ৩ ইঞ্চি আর্টিকুলেটেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তবে এ-৫০০ মডেলে রেজ্যুলুশন ২৩০,০০০ ডট, আর এ-৫৫০ মডেলের জন্য ৯২১,৬০০ ডট। দুটি ক্যামেরাই সনি মেমোরী ষ্টিকের পাশাপাশি এসডি/এসডি এইচসি কার্ড ব্যবহার করবে।

এ-৫০০ মডেলে ভিউ ফাইন্ডার ব্যবহার করে সেকেন্ডে ৫টি ছবি উঠানো যাবে, লাইভ ভিউ ব্যবহার করলে ৪টি। এছাড়া অতিরিক্ত বার্ষ্ট মোডে ৭ ফ্রেম/সে ছবি উঠানো যাবে। অন্যদিকে এ-৫৫০ এর ক্ষেত্রে এই সংখ্যা ১৪ র, ৩২ জেপেগ।

ক্যামেরাদুটিতে দুটি ইমেজ একসাথে এর একটি ছবি তৈরীর ব্যবস্থা রয়েছে (পেনট্যাক্স কে-৭ এই পদ্ধতি ব্যবহার করে)।

ক্যামেরাদুটি অক্টোবরে বাজারে ছাড়ার কথা। লেন্স বাদে এ-৫০০ এর দাম ৭৫০ ডলার এবং এ-৫৫০ এর দাম ৯৫০ ডলার। এরসাথে ১০০ ডলার যোগ করে ১৮-৫৫ মিমি কিট লেন্স নেয়া যাবে।

No comments:

Post a Comment