July 20, 2009

অবশেষে চালু হতে যাচ্ছে ওয়াইম্যাক্স WiMax in Bangladesh, at last . . . .

বহু প্রতিক্ষার পর অবশেষে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা ওয়াইম্যাক্স চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান অগরি ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিঃ। আগামীকাল মঙ্গলবার থেকে প্রাথমিকভাবে এই সেবা চালু হবে গুলশান, বনানী এবং বারিধারা এলাকায়। এর গতি কখনই ১২৮ কিলোবাইটের নিচে হবে না বলে জানানো হয়েছে। কয়েকদিন পরীক্ষামুলকভাবে চালানোর পর ঢাকা শহরের সমস্ত এলাকাকে এর আওতায় আনা হবে।

লাইসেন্স দেয়ার সময় শর্ত হিসেবে ৬ মাসের মধ্যে এই সেবা চালু করার কথা ছিল। বিভিন্ন সময় নানারকম কারন দেখিয়ে ১ বছরের বেশি সময় পার করা হয়েছে। আরেক লাইসেন্স প্রাপ্ত কোম্পানী বাংলালায়ন এমাসেই যন্ত্রপাতি বসানোর কাজ শেষ করবে বলে জানা গেছে। সেক্ষেত্রে আগামী মাসের প্রথমদিকে তারাও সেবা প্রদান শুরু করতে পারে। আরেক প্রতিষ্ঠান বিটিসিএল এখনও পার্টনার পায়নি। কোম্পানীগুলি বলছে এবছরের শেষ নাগাদ মানসম্মত সেবা দেয়া সম্ভব হবে।

উল্লেখ্য বাংলালায়ন ইতিমধ্যেই কয়েক হাজার গ্রাহক রেজিষ্ট্রেশন করিয়েছে।

1 comment: