June 6, 2009

উইন্ডোজ এক্সপি ফোন Windows XP Phone

তাইপেতে কম্পিউটেক্স মেলায় চীনের কোম্পানী মোবাইল ফোন প্রদর্শন করেছে যাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম উইন্ডোজ এক্সপি ব্যবহার করা ফোন আসলে একটি মোবাইল ফোন এবং পকেট সাইজের কম্পিউটারের সম্মিলিত রূপ এএমডির কাছ থেকে বিশেষভাবে তৈরী চীপ ব্যবহার করে এটি তৈরী করা হয়েছে এতে সম্পুর্ন কীবোর্ড রয়েছে, আর রয়েছে ১২০ গিগাবাইট হার্ডডিস্ক, ৪.৮ ইঞ্চি ডিসপ্লে (৮০০ ৪৮০ পিক্সেল), ওজন ৪০০ গ্রাম, পুরুত্ব ২.৫ সেন্টিমিটার এতে ওয়াই-ফাই, জিপিএস ছাড়াও অপশনাল ওয়াই ম্যাক্সের ব্যবস্থা রয়েছে

কল এল এক্সপি ফোন নিজে থেকেই উইন্ডোজ চালু করবে এবং মেসেজ রিসিভ করবে চালু অবস্থায় এর ব্যাটারী ৭ ঘন্টা পর্যন্ত কাজ করবে বিশেষ ব্যাটারী ব্যবহার করে ১২ ঘন্টা পর্যন্ত কাজ করানো যাবে আর ষ্ট্যান্ডবাই মোডে চালু থাকবে আরো অনেক বেশি সময়

এর প্রসেসরকে এএমডি সুপার মোবাইল বলে আখ্যায়িত করলেও বিস্তারিত জানাতে অস্বিকার করেছে ইন টেকনোলজী নামের কোম্পানী এবছরই এই কোম্পানী চীনের নিজস্ব ষ্ট্যান্ডার্ডের থ্রিজি মোবাইল ব্যবহার উপযোগী সেট বাজারে ছাড়বে বলে জানিয়েছে

1 comment: