June 6, 2009

ম্যাক এবং লিনাক্সের জন্য গুগল ক্রোম Google Chrome for Mac & Linux

ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিষ্টেমের জন্য গুগলের ইন্টারনেট ব্রাউজার ক্রোম ছাড়া হয়েছে একে পরীক্ষামুলক ভার্শন বলেই অভিহিত করেছে গুগল, কারন তাদের কথাতেই, এতে ৪০০ এর অধিক ত্রুটি রয়েছে যার সমাধান করা প্রয়োজন

এতদিন পর্যন্ত ক্রোম শুধুমাত্র উইন্ডোজ ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল ম্যাক এবং লিনাক্স ব্যবহারকারীরা তাদের প্রয়োজনের কথা জানাচ্ছিল বিভিন্নভাবে এবারে তাদের সে আশা পুরন করা হল ক্রোমের তিনটি ভার্শন ডাউনলোডের জন্য তাদের ওয়েবসাইটে দেয়া হয়েছে এগুলি হচ্ছে ষ্টেবল, বেটা এবং ডেভেলপার প্রিভিউ

ব্যবহারকারীরা সমস্যাযুক্ত ব্রাউজার ব্যবহারে কতটা আগ্রহী হবেন সেটা দেখার দেখতে আকর্ষনীয় হলেও বেশকিছু সাধারন কাজ এতে করা যায় না যেমন ফ্লাশ প্লাগইন কাজ করে না ফলে ইউটিউব ভিডিও দেখার সুযোগ পাবেন না সামগ্রিকভাবে ব্যবহারের দিক থেকে ইন্টারনেট এক্সপ্লোরার সবচেয়ে এগিয়ে। এরপর মজিলা ফায়ার ফক্স। তৃতীয় স্থানে রয়েছে সাফারি। মোট ব্যবহারের ১.৮ ভাগ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গুগল ক্রোম।

No comments:

Post a Comment