বহু প্রতিক্ষিত পাম প্রি আমেরিকার বাজারে ছাড়া হয়েছে। জানুয়ারীতে লাসভেগাসের কনজুমার ইলেকট্রনিক্স শোতে দেখানোর পর গত ৬ মাস ধরে এর সম্পর্কে বলা হচ্ছে এমন এক স্মার্টফোন যা আইফোন এবং ব্লাকবেরির সাথে সত্যিকারের প্রতিদ্বন্দিতা করতে পারে। আইফোন বাজারে ছাড়ার সময় দোকানে যেমন ভীড় জমেছিল তেমনটা চোখে পড়েনি। উল্লেখ করা যেতে পারে আইফোন বাজারে আসার প্রথম ৩ মাসে ২৪ লক্ষ ফোন বিক্রি হয়েছিল। ব্লাকবেরি বিক্রি হয়েছিল ১০ লক্ষ।
যারা প্রি সম্পর্কে আরো জানতে আগ্রহী তাদের জন্য, এর মাল্টিটাস্কিং অন্য যে কারো থেকে উন্নত, ৩.১ ইঞ্চি উজ্জ্বল মাল্টিটাচ স্ক্রীন অত্যন্ত আকর্ষনীয়, পুরোপুরিভাবে ওয়েব ব্রাউজার হিসেবে কাজ করতে পারে, মাল্টিমিডিয়ার সবকিছুই রয়েছে, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এলইডি ফ্লাশ এবং জিওট্যাগিং সুবিধা সহ ৩ মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি সবকিছুই রয়েছে। মুল্য ২০০ ডলার। বিক্রি করা হচ্ছে আমেরিকার তৃতীয় বৃহত্তম ফোন নেটওয়ার্ক স্প্রিন্ট এর মাধ্যমে।
আইফোনের সাথে প্রতিদ্বন্দীতায় কতদুর যেতে পারবে সেটা জানতে অপেক্ষা করতে হবে। ব্যবহারকারীরা একে ভাল বললেও আইফোনের সমকক্ষ ধরে নিচ্ছেন না। আবার বিশেষজ্ঞরা বলছেন এর সত্যিকারের শক্তি এর অপারেটিং সিষ্টেম। সেটা বুঝে উঠতে কিছুদিন সময় লাগবে।
No comments:
Post a Comment