মোবাইল ফোন এখন মানুষের নিত্যসঙ্গি। শুধু কথা বলাই না, ভিডিও ফোন, ইন্টারনেট সব কাজই চলছে এটা দিয়ে। তাহলে আর একটা যন্ত্র আলাদাভাবে পকেটে বয়ে বেড়ানো কেন ? আগে যেমন হাতের কব্জিতে ঘড়ি লাগিয়ে সবকাজই করা যেত তেমন হলে অসুবিধে কোথায় ?
একাজটি বাস্তবে করছে এলজি। তাদের ঘড়িফোন বাজারে আসছে জুলাই মাসে। এটা সাধারন মোবাইল ফোন থেকে অনেক বেশি কিছু। এতে রয়েছে ৭.২ মেগাবিট/সে এইচএসডিপিএ, ১.৪ ইঞ্চি টাচ ডিসপ্লে, সিআইএফ ভিডিও কল ক্যামেরা, সহজে মেসেজ পাঠানোর জন্য টেক্সট টু স্পিচ, এমপিথ্রি প্লেয়ার, ব্লুটুথ সবকিছুই। এর পুরুত্ব মাত্র ১৩.৯ মিমি।
এলজি জিডি ৯১০ নামের এই সেটটি জুলাই থেকে ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যাবে। বলা হচ্ছে এশিয়া এবং অন্যান্য দেশে পেতে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। এর দাম এখনো জানানো হয়নি।
No comments:
Post a Comment