এবছরই শেষের দিক থেকে গুগল ইবুক বিক্রি শুরু করবে বলে আভাস দিয়েছে। এরফলে প্রকাশকেরা গুগলের মাধ্যমে সরাসরি গ্রাহকের কাছে বই বিক্রি করতে পারবে। প্রকাশকদের জন্য এটা একটা সুখবর কারন অনেকেই আমাজনের বইয়ের দাম নির্ধারন নিয়ে সন্তুষ্ট নন। আমাজন সাধারনত বেষ্ট সেলার বইগুলি ১০ ডলারের মধ্যে বিক্রি করে যেখানে ছাপা বইয়ের দাম ২৫ ডলার। আমাজনের জন্য নিশ্চয়ই এটা দুঃসংবাদ।
গুগল আগেও এধরনের বিষয় নিয়ে প্রকাশকদের সাথে আলাপ করেছে। এবার এবছরই কাজে হাত দেবার কথা বলে সেটা নিশ্চিত করা হল। গুগলের পক্ষ থেকে এক বইমেলায় বলা হয়েছে এবার তারা কাজ করার জন্যই কথা বলছে।
গুগলের বই বিক্রির প্রকল্প তাদের ইবুক স্ক্যানিং প্রকল্প থেকে পৃথক। এই প্রকল্পে তারা ৭০ লাখের ওপর বই স্ক্যান করে ডিজিটাল ফরম্যাটে এনেছে। এদের অধিকাংশেরই ছাপা কপি বাজারে নেই। এছাড়াও ১৫ লক্ষ বই তাদের হাতে রয়েছে যা মোবাইল ফোন এবং সনির ইবুক রিডারে পড়া যায়।
No comments:
Post a Comment