মাত্র দুদিন আগে ১২ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ঘোষনা দেয়ার পর আবারও সবাইকে চমকে দিয়েছে স্যামসাং। আনুষ্ঠানিকভাবে তারা ঘোষনা দেয়নি তবে নিচের এই ছবিটি প্রকাশ পেয়েছে ইন্টারনেটে। এতে দেখা যাচ্ছে এতে শুধু ১২ মেগাপিক্সেলই নেই, সাথে ৩এক্স অপটিক্যাল জুম রয়েছে। জিনন ফ্লাশ, এলইডি ফ্লাশ রয়েছে। সেইসাথে ছবিতে ওয়াই-ফাই, জিপিএস ইত্যাদির চিহ্নও দেখা যাচ্ছে। সামনের দিক থেকে দেখে একে ডিজিটাল ক্যামেরা বলেই মনে হবে, এবং নিঃসন্দেহে অল্প এবং মাঝারি দামের ডিজিটাল ক্যামেরার জন্য মারাত্মক প্রতিদ্বন্দি হিসেবে দেখা দেবে। এর উল্টোদিকে রয়েছে বিশাল আকারে টাচস্ক্রিন। বলা হচ্ছে এর মডেল এম৮৯২০.
আগামী সপ্তাহে লন্ডন, দুবাই এবং সিংগাপুরে একই সময়ে স্যামসাং এর নতুন ফোনের ঘোষনা দেয়ার কথা। মনে করা হচ্ছে এই ফোনের ঘোষনাই আসতে পারে সেখানে। তবে কোম্পানীর পক্ষ থেকে কিছুই নিষ্চিত করা হয়নি। যতদুর জানা গেছে তাতে এটি বিশাল আকারের হ্যান্ডসেট। এতে ৮ গিগাবাইট মেমোরী থাকবে।
উল্লেখ করা যেতে পারে সনি এরিকশন ১২ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ঘোষনা দিলেও তা এখনো বাজারে আসেনি।।
No comments:
Post a Comment