যারা হাই-ডেফিনিশন ভিডিও ডাউনলোড করে দেখতে চান তারা নিশ্চয়ই যায়গার স্বল্পতায় ভোগেন। তাদের জন্য সুখবর, এখন ১ টেরাবাইটের প্লেয়ার কিনতে পাওয়া যাবে। ষ্টোরেজ নির্মাতা LaCie নতুন ধরনের দুটি মিডিয়া প্লেয়ার বাজারে ছেড়েছে লা-সিনেমা ব্লাক প্লে এবং লা-সিনেমা ব্লাক রেকর্ড নামে। এদের ধারনক্ষমতা ৫০০ গিগাবাইট এবং ১ টেরাবাইট। ভিডিও, মিউজিক বা ছবি এর মাধ্যমে দেখা যাবে হাই-ডেফিনিশন টিভিতে। সংযোগ হতে পারে কেবল দিয়ে অথবা অয়্যারলেস। সেইসাথে পাওয়া যাবে উন্নতমানের ডিজিটাল সারাউন্ড সাউন্ড।
রেকর্ডার ব্যবহার করে খুব সহজে এনালগ ভিডিওকে ডিজিটালে রুপান্তর করা যাবে। অয়্যারলেস সংযোগের কারনে টিভি এবং কম্পিউটারের সাথে সহজে ফাইল আদান-প্রদান করতে পারবে। প্লাগ এন্ড প্লে ক্লায়েন্টের সাহায্যে নেটওয়ার্কে পিসি বা ম্যাকে যুক্ত হতে পারবে সহজেই। এখানে রাখা ফাইলগুলিকে পাশওয়ার্ড প্রোটেক্ট করার ব্যবস্থাও রাখা হয়েছে। এতে ইউএসবি পোর্ট রয়েছে যার সাহায্যে ডিজিটাল ক্যামেরা বা ক্যামকোর্ডারের সাথে সরাসরি ব্যবহার যাবে।
No comments:
Post a Comment