মাইক্রোসফট নিশ্চিত করেছে অক্টোবর মাসের ২২ তারিখে তাদের নতুন অপারেটিং সিষ্টেম উইন্ডোজ ৭ ফাইনাল ভার্শন বাজারে ছাড়া হবে। আগামী মাসেই তাদের কোডিংএর সমস্ত কাজ শেষ হবে। এর আগে বড়দিনের ছুটিতে ছাড়ার যে আভাস দেয়া হয়েছিল এই ঘোষনার ফলে তা এগিয়ে আনা হল।
উইন্ডোজ ৭ এর জন্য টেকনোলজি গ্যারান্টি নামে একটি প্রস্তাবের কথা জানিয়েছে। যারা ভিসতা ব্যবহার করেন তারা বিনামুল্যে বা খুবই কম মুল্যে উইন্ডোজ ৭ নিতে পারবেন। তবে এই আপগ্রেড শুধুমাত্র ভিসতা হোম প্রিমিয়াম বা তারচেয়ে দামী ভার্শনের জন্য। ভিসতা হোম বেসিক ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন না।
উইন্ডোজ ৭ মোট ৫ ধরনের ছাড়া হবে। এদের নাম Starter, Home Premium, Professional, Enterprise এবং Ultimate.
No comments:
Post a Comment