June 3, 2009

ট্রান্সসেন্ডের নতুন পন্য New products from Transcend

তাইওয়ানের কম্প্যুটেক্স মেলায় ট্রান্সসেন্ড হাজির করেছে অনেকগুলি নতুন পন্য। এর মধ্যে রয়েছে মেমোরী মডিউল, ইউএসবি ফ্লাশ ড্রাইভ, ফ্লাশ মেমোরী কার্ড, এমপিথ্রি প্লেয়ার, পোর্টেবল হার্ড ড্রাইভ, সলিড ষ্টেট ড্রাইভ, ডিজিটাল ফটো ফ্রেম ইত্যাদি।

দ্রুতগতির ২.৫ ইঞ্চি সাটা হার্ড ড্রাইভের ডাটা ট্রান্সফার রেট ৩ জিবি/সে। এতে ৬৪ মেগাবাইট ডির‌্যাম বাফার রয়েছে গতি বাড়ানোর কাজে সহায়তা করার জন্য। বর্তমানে ৬০ এবং ১২০ জিবি ধারনক্ষমতার বাজারে ছাড়া হয়েছে। এছাড়া ১৯২ জিবি একটি সাটা হার্ডড্রাইভ প্রদর্শন করা হচ্ছে।

এমপি ৮৬০ ডিজিটাল মিউজিক প্লেয়ার নামে এমপিথ্রি প্লেয়ার দেখানো হচ্ছে। একে এমপিথ্রি প্লেয়ার না বলে ডিজিটাল মিউজিক প্লেয়ার বলাই যুক্তিসংগত কারন MP3, WAV, WMA, Protected WMA ছাড়াও FLAC, OGG ইত্যাদি ফরম্যাট ব্যবহার করতে পারে। এর ডিসপ্লে ২.৪ ইঞ্চি। সেখানে MPEG4, FLV ফরম্যাটের ভিডিও দেখা যাবে। এর ধারন ক্ষমতা ৪ এবং ৮ জিবি। এতে বড় আকারের স্পিকার যুক্ত করা হয়েছে যার ফলে হেডফোন ছাড়াও গান শোনা যাবে এবং এফএম রেডিও শোনা যাবে।

পিএফ-৭৩০ নামে ডিজিটাল ফটো ফ্রেম দেখানো হচ্ছে যেখানে নির্দিষ্ট একটি ছবি অথবা স্লাইড শো অথবা থাম্বনেইল ভিউ দেখা যাবে। এর সাথে এমপিথ্রি প্লেয়ার বিল্টইন, ফলে ছবি দেখার সময় গান শোনা যাবে। এর ধারন ক্ষমতা ২ জিবি।

নতুন পণ্যের পাশাপাশি আগের বেশকিছু পণ্যের উন্নতি ঘটানো হয়েছে।

No comments:

Post a Comment