বিশ্বের অন্যতম বড় ফটোগ্রাফি প্রতিযোগীতা সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি এওয়ার্ড’ ২০১০ এর জন্য ছবি আহ্বান করা হয়েছে। পেশাদার এবং সৌখিন দুটি বিভাগে অংশ নেয়া যাবে। গতবছর এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল মোট ১৩৯টি দেশ থেকে ৬০ হাজারের বেশি প্রতিযোগী। এবারের প্রতিযোগীতায় সেরা পুরস্কারের খেতাব ছাড়াও বিজয়ী পাবেন ২৫ হাজার মার্কিন ডলার, সনি আলফা ডিজিটাল এসএলআর ক্যামেরা, লেন্স এবং সনির ফটোগ্রাফি পণ্যসামগ্রী।
পেশাদারদের জন্য প্রতিযোগীতা মোট ১২বি বিভাগ তিনটি বিষয়ে ভাগ করা হয়েছে। ভাগগুলি হচ্ছে Commercial, fine art এবং photojournalism/documentary. মোট ৩৬টি বিভাগের সেরা ছবিগুলি ২০১০ এবং ২০১১ সাল ধরে সনির গ্লোবাল ট্যুরে প্রদর্শনীতে সারা বিশ্বে দেখানো হবে।
এবারের প্রতিযোগীতায় প্রথমবারের মত সৌখিন ফটোগ্রাফারদের জন্য ডকুমেন্টারী নামে বিভাগ চালু করা হয়েছে। ৯টি বিষয়ের মধ্যে থেকে একজনকে সনি এমেচার ফটোগ্রাফার অব দি ইয়ার ঘোষনা করা হবে এবং ৫০০০ ডলার পুরস্কার সহ সনির ক্যামেরা সামগ্রী দেয়া হবে।
১ জুন থেকে শুরু করে ৪ ডিসেম্বর পর্যন্ত ছবি গ্রহন করা হবে। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন : http://www.worldphotographyawards.org/
প্রতিযোগিতার বিস্তারিত
প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য বিষয়গুলি
- Architecture
- Arts and Entertainment
- Advertising
- Conceptual and Constructed
- Contemporary Issues
- Current Affairs
- Fashion
- Landscape
- Music
- Natural History
- Portraiture
- Sport
সৌখিন ফটোগ্রাফারদের জন্য বিষয়গুলি
- Architecture
- Conceptual & Constructed
- Documentary
- Fashion
- Landscape –
- Music
- Natural History
- Portraiture
- Sport
No comments:
Post a Comment