June 2, 2009

নেটবুক এবং ওয়াইম্যাক্স মেলা Asia’s biggest IT Trade Fair

এশিয়ার সবচেয়ে বড় টেকনোলজী মেলা শুরু হয়েছে তাইওয়ানের রাজধারী তাইপেতে। এবারের মেলার মুল আকর্ষন অল্পদামের নেটবুক কম্পিউটার এবং ব্রডব্যান্ড ইন্টারনেট মোবাইল টেকনোলজী। ২৯ বছর আগে এই মেলা যাত্রা শুরু করে। ধারনা করা হচ্ছে ৫ দিনের এই মেলায় তাইওয়ানের কোম্পানীগুলি নেটবুকের নতুন নতুন মডেল প্রদর্শন করবে। ২০০৭ সালে নেটবুক বাজারে আনা আসুসটেক, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পিসি নির্মাতা এসার সকলেই নতুন নতুন পন্য আনবে বলে জানা গেছে। এর কোন কোনটির ওজন ১ কেজির কম, দাম ২৫০ ডলারের নিচে। উল্লেখ করা যেতে পারে বিশ্বের মোট নেটবুকের বাজারের ৬০ ভাগ দখল করে রেখেছে তাইওয়ানের কোম্পানীগুলি।

নেটবুকের বাইরে মেলার আরেক আকর্ষন ওয়াইম্যাক্স প্রযুক্তি। মেলার শুরু থেকে তাইপের একটি মেট্রো রেলে এক বছরের জন্য ওয়াইম্যাক্স চালু করা হবে। যাত্রীরা ট্রেনে ভ্রমনের সময় ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে পারবেন। তাইওয়ানের ওয়াইম্যাক্স অপারেটররা জানাচ্ছেন আগামীতে মাসে ২৫ ডলার ব্যয় করে ব্যবহারকারী কল করা, অনলাইন গেম খেলা, অনলাইনে মেডিকেল চেক-আপ, ইন্টারনেট ব্রাউজ করা, হাই-ডেফিনিশন টিভি দেখা সবকিছুই করতে পারবে। তাইওয়ান এবছরই ওয়াইম্যাক্স চালু করে এবং তখন থেকে ছবিসহ ফোন করার সুবিধে দিয়ে আসছে। মোট ৬টি কোম্পানী ওয়াইম্যাক্সের লাইসেন্স নিয়েছে তাইওয়ানে।

মেলায় ১৭০০ প্রদর্শক, ৪৫০০ বুথ রয়েছে এবং আশা করা হচ্ছে সেখানে ১ লক্ষ দর্শকের আগমন ঘটবে যার মধ্যে ৩৫০০০ বিদেশী ক্রেতা। মেলায় ২০ বিলিয়ন ডলারের ব্যবসার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

No comments:

Post a Comment