সনি এরিকশন ১২ মেগাপিক্সেল ক্যামেরাসহ মোবাইল ফোনের ঘোষনা আগে দিতে পারে কিন্তু তাদের সাটিও ( আইডু) এর আগেই বাজারে আসছে স্যামসাং এর ১২ মেগাপিক্সেল ক্যামেরাসহ মোবাইল ফোন পিক্সন১২। ৩.১ ইঞ্চি AMOLED টাচস্ক্রীণ ফোনে ওয়াই-ফাই, জিপিএস রিসিভার ইত্যাদিও যোগ করা হচ্ছে। এছাড়া এইসএসডিপিএ, ব্লুটুথ এসব তো থাকবেই।
পিক্সন ১২ কে মোবাইল ফোনের চেয়ে ক্যামেরার সাথে ভালভাবে তুলনা করা যায়। এতে ২৮ মিমি ওয়াইড-এঙ্গেল লেন্স, জিনন এবং শক্তিশালী এলইডি ফ্লাশ, ৩০ ফ্রেম/সে ডি১ ভিডিও রেকর্ডিং, টাচস্ক্রিন অটোফোকাস, স্মার্ট অটো মোড, জিও ট্যাগিং, ফেস ডিটেকসন ইত্যাদি শক্তিশালী ক্যামেরার সব ফিচার যোগ করা হয়েছে। এর নিজস্ব মেমোরী ১৫০ মেগাবাইট। সেইসাথে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।
সেটটি ইউরোপের বাজারে পাওয়া যাবে এই মাসেই (জুনে) এবং বাকি বিশ্বে ছাড়া হবে আগষ্টে।
এর দাম এখনো জানানো হয়নি।
No comments:
Post a Comment