February 26, 2011

মোবাইল ইন্টারনেটে এপল দ্রুততম

মোবাইল ফোনে যদি দ্রুত ইন্টারনেট ব্রাউজ করতে চান তাহলে এপলের আইফোন কিংবা আইপ্যাড সেরা। গোমেজ নামের একটি কোম্পানী তাদের গবেষনা থেকে এটাই পেয়েছে। এপলের সাফারি ব্রাউজার কাজ করে সবচেয়ে দ্রুত, আর ব্লাকবেরী ব্রাউজার সবচেয়ে ধীরগতির।
গোমেজের তথ্য অনুযায়ী আইপ্যাডে গড়ে ৮.৪ সেকেন্ডে একটি পেজ লোড হয়। আইফোনে সময় নেয় ১৯.৭ সেকেন্ড, এন্ড্রয়েড সময় নেয় ৩৬.৫ সেকেন্ড এবং ব্লাকবেরি সময় নেয় ৬১ সেকেন্ড।
এধরনের পরীক্ষা অনেকগুলি বিষয় কাজ করে। হার্ডঅয়্যার, নেটওয়ার্ক কানেকশন, অপারেটিং সিষ্টেম, ব্রাউজার সবকিছুই প্রভাব রাখতে পারে। ফলে কোন ব্রাউজার ভাল কাজ করে এটা নিশ্চিত করা কঠিন।
এছাড়াও পরীক্ষা করা হয়েছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কে, বিভিন্ন ধরনের হার্ডঅয়্যারে। কাজেই এই তথ্যকে নিখুত বলে ধরে নেয়ার উপায় নেই। তারপরও এই তথ্য চমকপ্রদ তাতে সন্দেহ নেই।

No comments:

Post a Comment