February 25, 2011

এপলের থান্ডারবোল্ট (লাইট পিক টেকনোলজি) প্রযুক্তি, সাথে হার্ডডিস্ক আনছে লা-সি

থান্ডারবোল্ট প্রযুক্তির খবর কি পেয়েছেন ? ইন্টেলের দেয়া নাম লাইট পিক টেকনোলজি। পিসিআই এক্সপ্রেসকে সরাসরি এক্সটারনাল ডিভাইস ব্যবহারের জন্য ব্যবহার করা। এতে ফায়ারঅয়্যার, ইউএসবি ইত্যাদি ডিভাইসও ব্যবহার করা যাবে। সেইসাথে এইচডিএমআই, ডিভিআই, ভিজিএ ইত্যাদি ডিসপ্লেও। একটিমাত্র কেবল ব্যবহার করেই। ডাটা ট্রান্সফার রেট ১০ গিগাবিট/সে।
এপল তাদের ম্যাকবুক প্রো এর ৫টি মডেলের আপডেট ঘোষনা করেছে যেখানে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
আর এই প্রযুক্তির হার্ডডিস্কের খবর যদি জানতে চান, লা-সি এই প্রযুক্তির প্রথম হার্ডডিস্ক আনতে যাচ্ছে বাজারে। তাদের লিটল বিগ ডিস্ক নামের ২৫০ গিগাবাইট এক্সটারনাল হার্ডডিস্কে ইন্টেল ৫১০ সিরিজ সলিড ষ্টেট ড্রাইভ (এসএসডি) ব্যবহার করা হয়েছে। এতে একই সঙ্গে একাধিক স্ট্রিম এইচডি ভিডিও ট্রান্সফার করা যাবে।
এখনও এর দাম জানানো হয়নি। তবে ধরে নিতে পারেন দামটা বেশিই।

No comments:

Post a Comment