February 8, 2011

স্যামসাং এর নতুন দুটি কমদামী ক্যামেরা

স্যামসাং নতুন দুটি কমদামী পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরার ঘোষনা দিয়েছে। পিএল২০ এর দাম ১২০ ডলার, বিক্রি শুরু হবে মার্চে। আর ইএস৮০ এর দাম ১০০ ডলার, বাজারে পাওয়া যাবে এপ্রিলে।
পিএল২০ এর সেন্সর ১৪ মেগাপিক্সেল। ২৭মিমি ওয়াইড এঙ্গেলের সাথে ৫এক্স অপটিক্যাল জুম লেন্স।  এতে ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।
এছাড়া এতে তাদের স্মার্ট অটো ফিচার রয়েছে যা নিজে থেকেই ক্যামেরার সেটিং ঠিক করবে। ফেস ডিটেকশন ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থা ১০ জনের অধিক গ্রুপ ছবি উঠানোর সময়ও প্রত্যেকের ফোকাস নিশ্চিত করবে। এছাড়া সেলফ পোট্রেট মোডে ক্লি করে ক্যামেরার সামনে এল ফোকাস হওয়ার পর ছবি উঠবে। এছাড়া ব্লিংক এবং স্মাইল ডিটেকশন ব্যবস্থা রয়েছে। অর্থাত চোখ বন্ধ থাকলে কিংবা হাসিমুখ না হলে তখন ছবি উঠবে না।
ইএস৮০ ক্যামেরাটি আকারে পিএল২০ থেকে কিছুটা বড়। এর সেন্সর ১২ মেগাপিক্সেল। এতে ভিডিও রেকর্ড করা যাবে না। একেবারে সাধারন ক্যামেরা বলতে যা বুঝায় সেটাই।
অবশ্য এতে ২৭মিমি ওয়াইড এঙ্গেলের সাথে ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, স্মার্ট অটো মোড , ফেস ডিটেকশন এই বিষয়গুলি রয়েছে।
ক্যামেরাদুটি ৪টি ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাবে।

No comments:

Post a Comment