February 15, 2011

প্লেক্সটর ১২এক্স এক্সটারনাল ব্লুরে রাইটার

দ্রুততা যেখানে কথা সেখানে সমঝোতা নেই, এটাই জানাতে ১২এক্স এক্সটারনাল ব্লুরে রাইটার এনেছে প্লেক্সটর। ইউএসবি ৩.০ এবং ই-সাটা কানেকটিভিটির এই রাইটারে রয়েছে ইন-ডিভাইস ডিস্ক লেবেলিং প্রযুক্তি। অর্থাত একবারে মুল ডিস্কের মত পেশাদার কপি পাওয়া যাবে। সেইসাথে বার্ন এক্যুরেসি, কোয়ালিটি, ষ্ট্যাবিলিটি এবং ৮ মেগাবাইট বাফারের লো ভাইব্রেশন সিষ্টেম সুবিধে।
পিএক্স-এলবি৯৫০ইউই নামের এই রাইটারে সিংগেল লেয়ার রাইটিং স্পিড ১২এক্স, ডাবল লেয়ার ৮এক্স। বাড়ি অথবা ব্যবসা দুধরনের কাজে ব্যবহার করার কথা ভেবে এটা তৈরী। ডাবল লেয়ার এক ডিস্কে ৫০ গিগাবাইট পর্যন্ত রাইট করা যাবে, সিংগেল লেয়ারে ২৫ গিগাবাইট। ইউএসবি ৩.০ পোর্ট না থাকলে বর্তমানের ২.০ পোর্টেও ব্যবহার করা যাবে।
ডিস্ক লেবেলিং এর জন্য লাইটস্ক্রাইব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রাইটারের লেজার ডিস্কের ওপর পছন্দের ছবি প্রিন্ট করবে।
এমাসেই এটা বিক্রি শুরু হবে। দাম ২৮৬ ডলার।

No comments:

Post a Comment