February 15, 2011

গতবছর ডিজিটাল ক্যামেরার বিক্রি অনুমানের থেকে বেশি

ক্যামেরা এন্ড ইমেজিং প্রোডাক্ট এসোসিয়েশন গতবছরের ডিজিটাল ক্যামেরা বিক্রির হিসেব প্রকাশ করেছে। ২০০৯ এর তুলনায় ২০১০ সালে বিক্রি বেড়েছে ১৪.৭ ভাগ, সংখ্যার হিসেবে বিক্রি হয়েছে ১২ কোটি ১৫ লক্ষ। ইন্টারচেঞ্জেবল লেন্স ক্যামেরা এর ১০.৬ ভাগ। এই পরিমান উল্লেখযোগ্য বৃদ্ধি পেলেও ফিক্সড লেন্স ক্যামেরার সাথে তুলনা চলে না ধরে নিতেই পারেন। বাকি ৮৯.৪ ভাগ এই দিকে।
আগের বছর বিক্রি ১১ ভাগ বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ড গড়েছিল। এবার বিক্রি সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।
লেন্স পরিবর্তনযোগ্য ক্যামেরা কেনার ক্ষেত্রে এগিয়ে জাপান। বৃদ্ধির পরিমান ৪০.২ ভাগ। ফিক্সড লেন্স ক্যামেরার বিক্রি বৃদ্ধি ৪.৫ ভাগ। অবশ্য বাকি বিশ্বের তুলনায় জাপানের বাজার ছোট। ৯১.৩ ভাগ ক্যামেরা বিক্রি হয় জাপানের বাইরে অন্যান্য দেশে। জাপানের বাইরে লেন্স পরিবর্তনযোগ্য ক্যামেরার বিক্রি বৃদ্ধি ২৮.৮ ভাগ। এধরনের ক্যামেরার সরবরাহ বেড়েছে ৩৪.৮ ভাগ, সংখ্যায় ২ কোটি ১৭ লক্ষ। বর্তমানের ছোট আকারের লেন্স পরিবর্তনযোগ্য ক্যামেরাগুলি এতে ভুমিকা রাখছে ধরে নেয়া যায়।
২০১১ সালের জন্য সিআইপিএ-এর অনুমান হচ্ছে এবছর ৭.৮ ভাগ বিক্রি বাড়বে। বিক্রি হবে ১৩ কোটির বেশি ক্যামেরা।

No comments:

Post a Comment