November 19, 2010

পিসিআই এক্সপ্রেস ৩.০ আসছে

প্রথমে ব্লুটুথ, তারপর ইউএসবি, এখন পিসিআই এক্সপ্রেস, প্রত্যেকেরই ৩.০ ভার্শনের সময়। আজই ঘোষনা করা পিসিআই এক্সপ্রেস ৩.০ স্পেসিফিকেশনে আগের পিসিআই ২.০ থেকে দ্বিগুন ব্যান্ডউইডথ পাওয়া যাবে। এর ডাটা রেট হবে ৮ গিগাট্রান্সফার/সেকেন্ড (জিটি/এস)।
নতুন পিসিআই এক্সপ্রেস আগের আর্কিটেকচারের কম্পাটিবল রাখা হবে। অর্থাত বর্তমানের সফটঅয়্যারগুলি ঠিকমতই কাজ করবে এতে। আর নতুন সফটঅয়্যারে পাওয়া যাবে অসাধারন পারফরমেন্স।
অনুমান করা যায় বর্তমান উন্নতমানের গ্রাফিক্সের যুগে আরেকটি নতুন ধারা আনতে যাচ্ছে এই পরিবর্তন।

No comments:

Post a Comment