November 30, 2010

পিকটোকালারের ফটোশপ প্লাগইন আইকারেক্ট এডিটল্যাব

পুরস্কারপ্রাপ্ত ফটোশপ প্লাগইন আইকারেক্ট এডিটল্যাব  এর নতুন ভার্শন ৬.০ রিলিজ দিয়েছে পিকটোকালার। নতুন ভার্শন উইন্ডোজ এর জন্য ফটোশপ সিএস৫ ৬৪ বিট এর সাথে কাজ করবে। এই প্লাগইন ব্যবহার করে নিখুতভাবে এবং খুব সহজে নির্দিষ্ট যায়গার রং পরিবর্তন করা যায়। এজন্য জটিল সিলেকশন, লেয়ার মাস্ক ইত্যাদি প্রয়োজন হয় না।
ফটোশপ সিএস২ থেকে সিএস৫ পর্যন্ত ভার্শনগুলির সাথে এই প্লাগইন কাজ করবে। এছাড়া উইন্ডোজ ৩২বিট/৬৪ বিট ব্যবহার করা যাবে। ফটোশপ ছাড়াও ফটোশপ এলিমেন্টস ৪ থেকে ৯ ভার্শন পর্যন্ত ব্যবহার করা যাবে।
এর দাম ১২৫ ডলার। তাদের ওয়েবসাইট থেকে ডেমো ভার্শন ডাউনলোড করা যাবে।

No comments:

Post a Comment