November 10, 2010

গুগল সার্চে ইনষ্ট্যান্ট প্রিভিউ

গুগল সার্চ ব্যবহারকারীরা দ্রুতই ইনস্ট্যান্ট প্রিভিউ নামে একটি বিশেষ ফিচার ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছেন। এরফলে সার্চ করে পাওয়া ওয়েবসাইটগুলির প্রিভিউ দেখা যাবে। সেটা দেখে ব্যবহারকারী ক্নিক করার আগেই সিদ্ধান্ত নেবার সুযোগ পাবেন কোন সাইট অপ্রয়োজনীয়, কোন সাইটে যাবেন, কোথায় যাবেন না।  নিউজ, ভিডিও, লোকাল বিজনেস সব ধরনের সার্চে এটা কাজ করবে।
সার্চ রেজাল্টে ম্যাগনিফাইং গ্লাস আইকনে ক্লিক করে ব্যবহারকারী ওয়েবসাইটের একটি চিত্র দেখে নিতে পারবেন। সেকেন্ডের দশভাগের একভাগ সময়ে একাজ করে নেয়া যাবে। যে কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করা হয়েছে তাকে ছবির ওপরে একটি বক্সে দেখা যাবে।
ব্যবহারকারী যখন কোন সাইটের ছবি দেখবেন ততক্ষনে গুগল অন্যান্য সার্চ রেজাল্টের প্রিভিউ দেখাবে ব্যাকগ্রাউন্ডে। ফলে ব্যবহারকারী ওয়েবসাইটগুলির তুলনা করার সুযোগ পাবেন।
গত সেপ্টেম্বরে টাইপ করার সময় সার্চ শুরু করার পদ্ধতি চালু করেছে গুগল। এটা সেই কাজেরই ধারাবাহিকতা। গুগল জানিয়েছে অচিরেই আইফোন এবং এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের স্মার্টফোনও ইনস্ট্যান্ট প্রিভিউ ব্যবহারের সুযোগ পাবে।
আগামী কয়েকদিনের মধ্যে বিশ্বের ৪০টি ভাষায় চালু হতে যাচ্ছে এই পদ্ধতি।

No comments:

Post a Comment