November 9, 2010

হ্যাকারের আড়াই বছর কারাদন্ড

২৩ বছর বয়সী মিচেল ফ্রষ্টকে আড়াই বছরের কারাদন্ড দিয়েছে আদালত হ্যাকিং এর অপরাধে। ২০০৭ সালে সে রক্ষনশীল প্রবক্তা বিল ও রেলি এবং অ্যান কোল্টারের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছিল।  জেল খাটা ছাড়াও তাকে ক্ষতিপুরন হিসেবে ওরেলিকে ৪০ হাজার ডলার এবং আক্রন ইউনিভার্সিটিকে ১০ হাজার ডলার দিতে হবে। হ্যাকিং এর সময় সে যেখানে ছাত্র ছিল।
এই কাজের সময় সে প্রথম বর্ষের ছাত্র ছিল। সেখানকার কম্পিউটার ব্যবহার করে ডিনাইয়াল অব সার্ভিস (ডিওএস) আক্রমন করে রুডি জুলিয়ানির ওয়েবসাইটসহ উল্লেখ করা দুজনের ওয়েবসাইট  বন্ধ করেছিল। তার নিজের শিক্ষা প্রতিস্ঠানের একটি গেমিং সার্ভারেও আক্রমন করে সাড়ে ৮ ঘন্টা বন্ধ করে রেখেছিল। এর সপ্তাহদুয়েক পর তার বাড়ি তল্লাসি করা হয়। অবশ্য তখন তার নামে মামলা করা হয়নি। সেটা করা হয়েছে এবছর মে মাসে।    
তাকে ধরার পর কৌশুলিরা দৃষ্টান্তমুলক কঠোর সাজা দেবার আবেদন জানান। হ্যাকিং থেকে আয় গোপন করার জন্য সে কার্পেট পরিস্কার করা থেকে শুরু করে অন্যান্য নানাধরনের কাজ করেছে। সব শেষ বনসাই গাছ বিক্রি ছিল তার পেশা।

No comments:

Post a Comment