November 7, 2010

এন্ড্রয়েডের ৩ বছর পুর্তি

২০০৭ সালের ৫ নভেম্বর এন্ড্রয়েড নামে অপারেটিং সিষ্টেম এনেছিল গুগল। এটা ব্যবহার করা প্রথম হ্যান্ডসেট বাজারে এসেছিল ১ বছর পর, ২২শে অক্টোবর। বর্তমানে এই অপারেটি সিষ্টেম ব্যবহার করা মোবাইল হ্যান্ডসেট রয়েছে প্রায় দেড়শ। সবচেয়ে দ্রুত বর্ধমানশীল অপারেটিং সিষ্টেম হিসেবে মোবাইল ফোনের বাইরে ট্যাবলেটসহ নানাধরনের ডিভাইসে এটা ব্যবহার করা হচ্ছে।
গুগল আসলে এটা নিয়ে কাজ শুরু করে ২০০৫ সালে এন্ড্রয়েড ইনক কেনার সময় থেকে। বাজারে আসার পর ৩ বছর অপরেটিং সিষ্টেমের বিভিন্ন ভার্শনের বিভিন্ন নামকরন করা হয়েছে। কাপকেক, ডোনাট, এক্লেয়ার, ফ্রোয়ো ইত্যাদি। আগামী ভার্শন জিঞ্জারব্রেড বাজারে আসার কথা ১১ নভেম্বর তারিখে।
সফটঅয়্যারের হিসেবে বর্তমানে লক্ষাধিক সফটঅয়্যার রয়েছে এই অপারেটিং সিষ্টেমে ব্যবহারের জন্য।

No comments:

Post a Comment