May 25, 2010

ইন্দোনেশিয়ার মোবাইল ফোন নেটওয়ার্কিং প্রতিষ্ঠান কিনল ইয়াহু Yahoo Buys Indonesian Mobile Internet Company

কোপরোল নামে ইন্দোনেশিয়ার একটি মোবাইল ফোন নেটওয়ার্কিং কোম্পানী কিনেছে ইয়াহু। এই ব্যবস্থায় মোবাইল ফোন ব্যবহার করে আশেপাশের পরিচিত ব্যক্তি এবং যায়গায় যোগাযোগ করা যায়। ফোনের ওয়েব ব্রাউজার ব্যবহার করে পরিচিত কে কোথায় আছে, কি করছে জানা যায়, মত বিনিময় করা, ছবি আদান-প্রদান করা যায়। কোন বিষয় সম্পর্কে অন্যদের মত জানা যায়। নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা, অন্যদের আমন্ত্রন জানানো, স্থানীয় ব্যবসার তথ্য জানা এসবকিছুই হয় তাক্ষনিকভাবে। ইন্দোনেশিয়ায় বহু মানুষ এটা ব্যবহার করে।
আমেরিকায় ফোর-স্কোয়ার এধরনের সেবা দেয়। ইয়াহু জাকার্তাভিত্তিক এই কোম্পানী কিনে এশিয়ায় তাদের প্রভাব বাড়াতে চেষ্টা করছে।
কত টাকায় চুক্তি হয়েছে তা জানানো হয়নি। তবে এর আগে ইয়াহু ফোর-স্কোয়ার কেনার চেষ্টা করেছে ১০ কোটি ডলারে।
কোপরোল এর একজন প্রতিষ্ঠাতা ফজর বুদিপ্রাসত্য বলছেন তারা ইয়াহুর সাথে চুক্তিতে খুব খুশি। এটা প্রমান করে উদ্ভাবনী কিছু যে দেশেই হোক না কেন ভাল দাম পাওয়া যায়।

No comments:

Post a Comment