May 28, 2010

স্যামসাং ফোনে উইন্ডোজ ফোন ৭ প্রদর্শন Windows Phone 7 demonstrated on a Samsung prototype

মাইক্রোসফট তাদের নতুন অপারেটিং সিষ্টেম উইন্ডোজ ফোন ৭ দেখিয়েছে স্যামসাং-এর মোবাইল ফোনে। ফ্রান্সের এক আয়োজনে তারা এর ইন্টারফেস, ভিডিও এবং গেম চালানোর ক্ষমতা প্রদর্শন করে। অনেকেই আশাবাদি হয়েছেন এর পারফরমেন্সে। স্যামসাংএর অমনিয়া এইচডি সিরিজের (নির্দিষ্ট করে মডেল জানানো হয়নি) ফোন এবং স্যামসাংএর হেডসেট ব্যবহার করা হয়েছে এতে। উইন্ডোজ ফোন ৭ এর প্রয়োজন অনুযায়ী এতে স্নাপড্রাগন চিপ থাকার কথা।
এর আগে এলজির একটি ফোনে (জিডব্লিউ৯১০) ব্যবহার করেও ভাল ফল পাওয়া গেছে। মনে হচ্ছে উইন্ডোজ ফোন ৭ এর কাজ দ্রুতই এগিয়ে চলেছে।
এদিকে স্যামসাং-এর আরেক আলোচিত ফোন আই-৯০০০ গ্যালাক্সি এস ফোনে ভিডিও প্লে করে ব্যাটারী পরীক্ষা করে দেখানো হয়েছে। বিশাল আকারের ডিসপ্লের এই ফোনে সাড়ে ৭ ঘন্টার ভিডিও প্লে করা সম্ভব হয়েছে যা অনেক সমালোচকের মুখ বন্ধ করেছে। বলা হচ্ছে ভিডিও দেখার জন্য এটা এযাবতকালের সবচেয়ে ভাল ফোন। খুব দ্রুতই এটা বাজারে আসার কথা।
তাদের অমনিয়া ফোন মাড়ে ৫ ঘন্টার ভিডিও দেখাতে মক্ষম হলেও গ্যালাক্সি এস থেকে পিছিয়ে রয়েছে।

No comments:

Post a Comment