May 11, 2010

সনির ই-মাউন্ট লেন্সের এপিসি এইচডি ক্যামকোর্ডার Sony developing E-mount APS HD camcorder

মাইক্রো ফোর থার্ড সেন্সর ব্যবহার করে হাই ডেফিনিশন ক্যামেরা, সাথে পরিবর্তনযোগ্য ই-মাউন্ট লেন্স, এমন ক্যামেরার কথাই জানিয়েছে সনি। তাদের এনইএক্স-৩ এবং এনইএক্স-৫ ক্যামেরায় যে সেন্সর এবং লেন্স ব্যবহার করা হয়েছে ঠিক তারই ভিডিও সংস্করন বলা যেতে পারে একে।
ক্যামেরাটির কনসেপচুয়াল ডিজাইন দেখানো হয়েছে মাত্র, কাজেই এখনই বিস্তারিত জানা সম্ভব না। তবে ভিডিওর ক্যামেরার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তণ আনতে যাচ্ছে ধরে নেয়াই যায়। এসএলআর এবং ভিডিও ক্যামেরার মধ্যে এখনও যে পার্থক্যটুকু থেকে গেছে সেটাও হয়ত ঘুচবে এর মাধ্যমে।

No comments:

Post a Comment