May 15, 2010

সিগমার ১২০-৪০০ মিমি লেন্স Sigma releases 120-400mm f/4.5-5.6 for Sony & Pentax

সিগমার ১২০-৪০০ মিমি জুম লেন্স বর্তমানে ক্যানন, নাইকন এবং সিগমার জন্য পাওয়া যায়। এর সনি এবং পেনট্যাক্স ভার্শন বাজারে আসছে মে মাসের ২১ তারিখে। অপটিক্যাল স্ট্যাবিলাইজরসহ এই আলট্রা টেলিফটো জুমলেন্সের সাথে ১.৪এক্স অথবা ২-এক্স টেলিকনভার্টার ব্যবহার করে ১৬৮-৫৬০ মিমি কিংবা ২৪০-৮০০ মিমি ফোকাল লেন্থ পাওয়া যাবে।
এই লেন্সের বৈশিষ্ট, সিগমার নিজস্ব অপটিক্যাল ষ্ট্যাবিলাইজেশন ব্যবস্থা, স্পেশাল লো ডিসপার্সন (এসএলডি) গ্লাশ এলিমেন্ট. হাইপারসনিক মোটর (সবসময় ম্যানুয়েল ফোকাস করা যাবে), যেকোন ফোকাল লেন্থে ১৫০ সেমি দুরত্বে ফোকাসে সক্ষমতা।
লেন্সটির মাপ ৩.৬ ইঞ্চি ৮ ইঞ্চি, ওজন ১৭৫০ গ্রাম।

No comments:

Post a Comment