May 26, 2010

মাইক্রোসফটের এক্সপ্রেশন কিনেছে ফেজ-ওয়ান Phase One Buys Expression Media

ফেজ-ওয়ান ডিজিটাল ফটোগ্রাফির ক্ষেত্রে একটি বড় ধরনের প্রতিস্ঠান।  আর মাইক্রোসফটের এক্সপ্রেশন মিডিয়া একটি মিডিয়া প্রোডাক্ট যা ব্যবহার করে ছবি, ভিডিও, মিউজিক ইত্যাদির ক্যাটালগ, প্রেজেন্টেশন, শেয়ারিং ইত্যাদি কাজ করা যায় খুব সহজে।  ফেজ ওয়ান মাইক্রোসফটের এই সফটঅয়্যারটি কিনে নিজেদের দখলে নিয়েছে। তারা একে আরো উন্নত করে ব্যবহারকারীদের কাছে আরো জনপ্রিয় করবে। তারা মালিকানা পেলেও ব্যবহারকারী এই সফটঅয়্যার কেনার পর চুক্তির অধিনে মাইক্রোসফট ৯০ দিন সেবা দেবে।
২০০৭ সালে মাইক্রোসফট এবং ফেজওয়ান একসাথে কাজ করছে। এখন থেকে এক্সপ্রেশন ফেজওয়ানের অন্যান্য সফটঅয়্যারের পাশাপাশি তাদের সফটঅয়্যার বলে গন্য হবে। উল্লেখ করা যেতে পারে তাদের ক্যাপচার ওয়ান নামের র-কনভার্শন এবং ইমেজ এডিটিং সফটঅয়্যার ফটোগ্রাফারদের কাছে জনপ্রিয়। এতে ৬০.৫ মেগাপিক্সেল রেজ্যুলুশন পর্যন্ত ছবি রেন্ডার করা যায়। ফলে সাধারন ব্যবহারকারী থেকে শুরু করে মিডিয়াম ফরম্যাটের ক্যামেরার পেশাদাররাও এটা ব্যবহার করেন।
মালিকানা হস্তান্তরের মুল্য জানানো হয়নি।
কোপেনহেগেন ভিত্তিক ফেজওয়ানের মালিক এর কর্মীরা। তাদের অফিস রয়েছে নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, কোলন এবং সাংহাই এ।

No comments:

Post a Comment