May 26, 2010

নোটবুকের জন্য সবচেয়ে দ্রুতগতির প্রসেসর তৈরী করছে এনভিডিয়া NVIDIA GeForce GTX 480M unveiled, meet world’s fastest notebook GPU

এনভিডিয়া তাগের জিফোর্স জিটিএক্স ৪৮০এম এর ঘোষনা দিয়েছে। এটা বর্তমানে প্রচলিত যে কোন গ্রাফিক্স প্রসেসরেরর চেয়ে দ্রুতগতিতে কাজ করতে সক্ষম। এনভিডিয়ার বক্তব্য অনুযায়ী এটা ডিরেক্ট-এক্স ১১ এর সবকিছু ব্যবহারে সক্ষম এবং বর্তমানের প্রতিযোগিদের চেয়ে অন্তত ৫ গুন দ্রুত কাজ করবে।
এটা প্রথম গ্রাফিক্স প্রসেসর যা নোটবুকে পরবর্তী প্রজন্মের কিউডা আর্কিটেকচার (আরেক নাম ফার্মি) ব্যবহার করতে যাচ্ছে। এরফলে হাই ডেফিনিশন ভিডিওসহ অন্য ভিডিওর ট্রান্সকোডিং হবে অনেক দ্রুত।
এতে থ্রিডি ভিশন এবং ফিজ-এক্স প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এরফলে নোটবুকে থ্রিডি গেম খেলার যে সীমাবদ্ধতা তা দুর হবে।
এই প্রসেসর ব্যবহার করে প্রথম নোটবুক আনতে যাচ্ছে ক্লেভো। নির্দিষ্ট সময় ঘোষনা না করলেও খুব দ্রুতই তা বাজারে পাওয়া যাবে।

No comments:

Post a Comment