May 27, 2010

মানুষের শরীরে কম্পিউটার ভাইরাস Man Infects with Computer Virus

কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে মানবশরীর, এটা কল্পকাহিনীতে পাওয়া যাবে নিশ্চয়ই। কল্পকাহিনী আর বাস্তবতায় আর পার্থক্যই বা কতটুকু ? ক্রমেই কল্পকাহিনীর সবকিছু বাস্তবে রূপ নিচ্ছে। এটা প্রমান করতেই একজন বৃটিশ বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস ঢুকিয়েছেন নিজের শরীরে। ডঃ মার্ক গেসন নিজে একজন সাইবারনেটিকস বিশেষজ্ঞ।
শরীরে একটি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন চিপ ঢুকিয়ে তিনি একাজ করেছেন। এরপর তার সহযোগীদের নিয়ে ভাইরাসটি তৈরী করেছেন। তাকে পাঠানো হয়েছে সেই চিপে এবং ভাইরাসটি সেখানে নিজে থেকেই বারবার কপি হতে শুরু করেছে। কাজেই এটা নিশ্চিত যে শরীরে বায়োনিক অংশ ব্যবহার করলে সেখানে ভাইরাসের আক্রমন ঘটানো সম্ভব।
তার শরীরে এই ভাইরাসের প্রভাব পড়েনি। কিন্তু অনেকের কাছেই এটা ভীতিকর খবর। হার্টের সমস্যার জন্য পেসমেকার, শোনার সমস্যার জন্য যন্ত্র এমনকি মস্তিস্কের সমস্যার জন্যও যন্ত্রের ব্যবহার রয়েছে। ভবিষ্যতে মানুষের চিন্তাশক্তি, স্মরণশক্তি ইত্যাদির জন্যও যন্ত্র ব্যবহারের কথা বলেন অনেকেই।
এই পরীক্ষা এটা নিশ্চিত করেছে সেই ব্যবস্থাকে বাইরে থেকে আক্রমন করা সম্ভব।

No comments:

Post a Comment