May 27, 2010

ফটোশপ প্লাগইন একেভিস স্কেচ ১১ AKVIS Sketch 11

প্লাগইন নির্মাতা একেভিস তাদের স্কেচ এর ভার্শন ১১ রিলিজ দিয়েছে। এর মাধ্যমে ফটোগ্রাফকে পেনসিল ড্রইং কিংবা জলরং ছবিতে পরিনত করা যায়। নতুন ভার্শনে এক্সপ্রেস এবং এডভান্সড নামে দুটি ইন্টারফেস মোড যোগ করা হয়েছে। প্রথমটিতে খুব সহজে দ্রুত কাজ করা যাবে, পরেরটি ব্যবহার করে স্কেচের সবকিছু নিয়ন্ত্রন করা যাবে।
ব্যাচ প্রসেসিং ব্যবহার করে ভিডিও থেকে কার্টুন তৈরী করা সম্ভব এটা দিয়ে। পুরস্কারজয়ী এই ফটোশপ প্লাগইন ফটোশপ সিএস৪/সিএস৫ উইন্ডোজ কিংবা ম্যাকে ব্যবহার করা যাবে। এছাড়া ষ্ট্যান্ডএলান ভার্শন যেমন রয়েছে তেমনি ফটোশপ এলিমেন্ট, কোরেল পেইন্টার, কোরেল ফটোপেইন্ট, পেইন্টশপ প্রো, এসিডি ফটো ক্যানভাস, ফটো ইমপ্যাক্ট ইত্যাদির সাথে ব্যবহার করা যাবে।
এর দাম ৭২ ডলার। ভার্শন ৯ এবং ১০ ব্যবহারকারীরা বিনামুল্যে আপগ্রেড করার সুযোগ পাবেন। এছাড়া তাদের ওয়েবসাইট থেকে ১০ দিন ব্যবহার উপযোগি ট্রায়াল ভার্শন বিনামুল্যে ডাউনলোড করা যাবে।
তাদের ওয়েবসাইট

No comments:

Post a Comment