May 25, 2010

মুক্তির ৩০ দিন পরই হলিউডের ছবি দেখা যাবে Hollywood to rent new films just 30 days after release

সাধারনভাবে হলিউডের নতুন ছবি রিলিজ হওয়ার কয়েকমাস পর বাজারে ডিভিডি ছাড়া হয়। যার অর্থ এরআগে দেখতে হলে আপনাকে সিনেমা হলে যেতে হবে। হলিউড এই ব্যবস্থার পরিবর্তন আনতে যাচ্ছে।  ছবি মুক্তির ৩০ দিন পরই ঘরে বসে টিভিতে সেই ছবি দেখা যাবে টাকার বিনিময়ে। ওয়াল ষ্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে।
বর্তমানে ছবির খরচ উঠানো পর্যন্ত সিনেমা হলে দেখানো হয়, এরপর ডিভিডি/ব্লু-রে বিক্রি শুরু হয়। সাধারনভাবে নতুন ছবির একটি ডিভিডির মুল্য নির্ভর করে সেই ছবির চাহিদার ওপর। যারা ভাড়া দেন (রেডবক্স মেসিন) তাদের কাছে একরাতের জন্য ভাড়া ১ ডলার। সিনেমা হলে যেতে খরচ হয় মোটামুটি ৫০ ডলার। কাজেই ৩০ দিন পর ভাড়া এমন রাখা হবে যেন সিনেমা হলের ব্যবসা বাধাগ্রস্থ না হয়। এখনও নিশ্চিত না হলেও আলোচনা চলছে ২০ থেকে ৩০ ডলারের মধ্যে রাখার।
এই মুল্য নিশ্চয়ই অনেক বেশি। তবে যেভাবে বাড়িতে ছবি দেখার ব্যবস্থার উন্নতি হচ্ছে তাতে এটা সফলও হতে পারে। নতুন ছবি দেখা বলে যখন কথা।

No comments:

Post a Comment